মেট্রোরেল বর্তমান সরকারের একটি অনবদ্য ভূমিকার নাম

0

‘পদত্যাগ করে সেফ এক্সিট’ নিতে ক্ষমতাসীনদের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই। তার নিজেরই সেটা দরকার। যেভাবে লাঠিসোঁটা বিএনপি নেমেছে এবং আবার অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছে- তার পরিনাম শুভ হবে না। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের ব্রিফিং-এর সময় তিনি একথা বলেন।

মেট্রোরেল বর্তমান সরকারের একটি অনবদ্য ভূমিকার নাম। রবিবার সকালে এমআরটি লাইন ১-এর পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ে কো জাপান লিমিটেডের ডিএমটিসিএল-এর চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচনের মাধ্যম বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সেফ এক্সিট নেবে; না হয় বিএনপি নিজেই সেফ এক্সিটের পথ খুঁজবে, তবে এটার একমাত্র ফয়সালাকারী জনগণ। এর আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের প্রশংসা করে জাপান প্রতিনিধি দল মেট্রোরেলের ভুয়সী প্রশংসা করেন। সেতুমন্ত্রী বলেন, মানুষ পদ্মার পর মেট্রোর জন্য অপেক্ষা করছে। ডিসেম্বেরেই প্রধানমন্ত্রীর হাতে এর উদ্বোধনের মধ্যদিয়েই অপেক্ষার পালা শেষ হবে।

Share.

Comments are closed.