মেধাশূণ্য ব্যক্তিদের প্রভাবে হারিয়ে যাচ্ছে সুৃস্থ ধারার মানসম্পন্ন চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এমন আক্ষেপের কথা জানান শিল্পী, পরিচালক-প্রযোজকরা। তবে চলচ্চিত্রের মান উন্নয়নে বর্তমান সরকার সবধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন-এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবারের মতো এবারও এফডিসিতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। এদিন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরা জানান, একে একে সিনেমা হল বন্ধ হতে থাকায় দর্শক হারাচ্ছে বাংলা সিনেমা। পাশাপাশি রয়েছে ভালো গল্পের অভাব এবং ভালো শিল্পীর সংকট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলা সিনেমার উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল এফডিসির, বর্তমান সরকারও চলচ্চিত্রের উন্নয়নের কাজ করে যাচ্ছে সাধ্যমতো। বাংলা সিনেমার হারিয়ে যাওয়া সোনালী দিন আবারও ফিরে আসবে বলে নিজেদের প্রত্যাশা কথা জানান চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা।