মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

0

উত্তর মেসিডোনিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন অভিবাসী। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শুক্রবার অভিবাসীদের নিয়ে একটি ভ্যান দক্ষিণ মেসিডোনিয়ায় যাচ্ছিল। পুলিশ জানায়, ১৩ জন অভিবাসীবাহী ওই ভ্যানটি রাতে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ভ্যানটিতে আগুন লেগে যায়।

আহতের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। বাকি ১০ জন পাকিস্তানি। গুরুতর আহত চারজনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, গ্রিস থেকে অবৈধভাবে পাচারকারীদের সাহায্য নিয়ে মেসিডোনিয়ায় প্রবেশ করেছিলেন অভিবাসীরা। সার্বিয়া হয়ে তারা ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিল।

Share.

Comments are closed.