মেহেরপুরে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

0

মেহেরপুরের গাংনীতে সোমবার বিষপানে এসএসসি পরীক্ষার্থী লিজা আক্তার শান্তা নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এসএসসি পরীক্ষার্থী শান্তা গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার বাহারাইন প্রবাসী জালাল উদ্দিনের মেয়ে। স্বজনরা জানান, মায়ের উপর অভিমান করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে শান্তা। পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.

Comments are closed.