মেহেরপুরে রাস্তায় গাছ ফেলে গণডাকাতি

0

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের অদূরে রাস্তায় গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বামন্দী-তেতুলবাড়িয়া সড়কে এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কের দেবীপুরে একটি কাঠাল গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। পথচারীদের আটকে রেখে টাকাসহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিয়েছে। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতদের হাতে আটকদের উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Share.

Comments are closed.