মেহেরপুর গাংনীর হুদাপাড়া গ্রামের পৃথক জায়গা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ ঘর থেকে ছাবিনা খাতুন নামের এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে দুপুর ১টার দিকে স্বামী বিদ্যুৎ হোসেনের ঝুলন্ত মরদেহ গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে ভারি পাথর ও বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ দেখে পুলিশের ধারণা, সাবিনাকে ওই পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে স্বামী বিদ্যুত হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।