মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০

0

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। দেশটির প্রেসিডেন্ট রবিবার তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দেয়নি দেশটির কোনও সশস্ত্র গোষ্ঠী। তবে এ ঘটনার পেছনে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের ব্যস্ত সড়কের কাছে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে যখন অ্যাম্বুলেন্স এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাতে থাকে তখন দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, দেশটিতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন আরও বাড়ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সোমালিয়ায় বোমা হামলায় ৫০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

Share.

Comments are closed.