ম্যাজিক বাউলিয়ানা ২০২২ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

0

অনুষ্ঠিত হয়ে গেলো দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’ এর গ্র্যান্ড ফিনালে।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও—এর বলরুমে আয়োজন করা হয় ঝলমলে এ অনুষ্ঠানের। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড—এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’—এর গ্র্যান্ড ফিনালে। চতুর্থ আসরে এবার প্রথম স্থান অর্জন করেন ঢাকার শফিউল বাদশা, দ্বিতীয় স্থান অর্জন করেন নেত্রকোণার ফকির চান এবং তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য।

Share.

Comments are closed.