ম্যানহাটনের আদালতে শুনানি শেষে ফ্লোরিডায় ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প

0

সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে গোপনে ঘুষ দেওয়ার মামলায় ম্যানহাটনের আদালতে শুনানি শেষে ফ্লোরিডায় ফিরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ বাসভবনে ফিরে সমর্থকদের উদ্দেশে কড়া ভাষায় বাইডেন প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ আমেরিকায় এমন কিছু ঘটতে পারে, তা কল্পনাতেও কেউ আনেনি।

মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। দিনভর উত্তেজনা বিরাজ করছিল নিউ ইয়র্ক সিটিতে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে দুপুরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক বিষয়ে তার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন ট্রাম্প। হাতকড়া পরানো না হলেও ট্রাম্পের ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর আদালত কক্ষে পড়ে শোনানো হয় তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ। তবে শুনানিতে আনা সব অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই প্রেসিডেন্ট।

Share.

Comments are closed.