দেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত রাজধানীর বঙ্গবাজার। আর সেই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাটির সাথে মিশে গেছে প্রায় ৫ হাজার দোকান। সবকিছু হারিয়ে দিশেহারা হাজারো ব্যবসায়ী। ঘটনার পর এ মুহুর্ত পর্যন্ত যতটুকু সহায়তার আশ্বাস পাওয়া গেছে তা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে কাজ করছে হতাশা।
মহামারি করোনার ৩ বছরের ধাক্কা সামলিয়ে ঘুড়ে দাড়িঁয়েছিল বঙ্গবাজারের ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাজানো গোছানো হয়েছিল দোকানগুলো। নিত্যনতুন বাহারি রংঙের পোশাকে জমে ওঠে ঈদমার্কেট। কিন্তু সুর্যোদয়ের আগেই ভেঙে যায় হাজার চোখের রঙিন স্বপ্ন। ব্যাংক ও এনজিও থেকে ঋণের পাশাপাশি আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-কর্য করে ঈদকে সামনে রেখে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন অনেকে। এখন তাদের সামনে কেবলই অন্ধকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা দেয়া হয়েছে সে বিষয়ে অনেকের রয়েছে নানা প্রশ্ন। প্রধানমন্ত্রী সহায়তা করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারিরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।