যতদিন দেশের জনগণ চাইবে ততদিন ক্ষমতায় থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কে দেশ চালাবে, সে সিদ্ধান্ত নেবে জনগণ। ক্ষমতা আঁকড়ে ধরা নয়, জনগণের ক্ষমতা নিশ্চিত করাই তার লক্ষ্য। বুধবার কাতারে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
কাতারে ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের জাতীয় নির্বাচন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন জনগণের অধিকার। দেশের উন্নয়ন সবাই দেখেছে। জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে। তারা আবারো আওয়ামী লীগকে ভোট দিলে ক্ষমতায় থাকা যাবে, আর না দিলে থাকা যাবে না। তবে এই সরকারের অধীনে নির্বাচন অবশ্যই মুক্ত, অবাধ ও সুষ্ঠু হবে। শেখ হাসিনা আরও বলেন, ২০০৬ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৬ শতাংশ, আর ২০২২ সালে বর্তমান সরকার নামিয়ে এনেছে ১৮ দশমিক ৭ শতাংশে। আগামী দুই-তিন বছরের মধ্যে চরম দারিদ্র্য আর থাকবে না বলে আশা করেন তিনি। কতদিন ক্ষমতায় থাকতে চান এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা আঁকড়ে রাখার কোনো ইচ্ছে নেই। দেশের জনগণের ক্ষমতায়নই সরকারের উদ্দেশ্য।