যশোরের শার্শায় মনির হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। স্থানীয়রা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। মৃত মনিরের শরীরে একাইধক আঘাতের চিহ্ন রয়েছে।