যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকায় দেশিয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবির বিশেষ অভিযানে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের ওই কারখানা থেকে পাঁচটি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দোকান মালিক ও কর্মচারিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পোগন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন জানান, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এঘটনার সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত চলছে।