যশোরে পাচারের সময় ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার

0

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে পাচারের সময় পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার অগ্রভুলাট সীমান্ত থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। বিজিবির দাবি অভিযানের সময় পাচারকারীরা স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারতে পালিয়ে যায়।

পরে দু’জন স্বর্ণ পাচারকারীকে পলাতক দেখিয়ে থানায় মামলা করে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শার্শার অগ্রভূলাট সীমান্তের কাছে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন তিন ব্যক্তির গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে থেকে স্বর্ণ পাচারকারী আব্দুল্লাহকে আটকের চেষ্টা করলে সে স্বর্ণ ভর্তি কাপড়ে মোড়ানো একটি থলে ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে থলে থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

Share.

Comments are closed.