যাদের হাতে রক্তের দাগ, তারা কীভাবে রাষ্ট্র মেরামত করবে

0

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২১ আগস্টের রক্তের দাগ, তারা কীভাবে রাষ্ট্র মেরামত করবে? বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ প্রশ্ন রাখেন তিনি। এদিকে মার্কিন রাষ্ট্রদূতকে বিএনপি বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেছন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবলায়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যাদের হাতে রক্তের দাগ, ৫ বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে? এদিকে সচিবালয়ে ক্যাবল অপারেটর সংগঠন ‘কোয়াব’ এর নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা মার্কিন রাষ্ট্রদূতকে ‘মায়ের ডাকে’র কো-অর্ডিনেটরের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন তারা রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছেন। মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপি সরকার পতনের ডাক দিয়ে নিজেদেরই পতন ঘটিয়েছে।

Share.

Comments are closed.