যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্যপশ্চিমাঞ্চলে শুক্রবার কয়েক দফা টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আরকানসাস অঙ্গরাজ্যে বেশ কিছু গাড়ি উল্টে গেছে, গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মেমফিস থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ছোট শহর উইনে এই ধ্বংসযজ্ঞ চলে। আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অঙ্গরাজ্যটির মধ্যাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ও শনিবার ৬০টিরও বেশি টর্নেডো আঘাত হেনেছে বলে মার্কিন সরকারের স্টর্ম প্রেডিকশন সেন্টার নিশ্চিত করেছেন। আরাকানসের স্থানীয় এক বাসিন্দা বলেন, এর আগে এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ এই স্থানে হয়নি।