যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার

0

ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর রহমানকে গ্রেফতার করেছে রেব-৬।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র ্যাব জানায়, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছলি, এমন গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত ২৯ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংর্ঘষে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Share.

Comments are closed.