রাখাইন রাজ্যে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি আহবান

0

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গেলো বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই রেজুলেশনটি চালু করে। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রেজুলেশনটি মূলত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, রাখাইন রাজ্যে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এবং মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, এটি আসিয়ান কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত পাঁচ দফা সুপারিশের দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে। রেজুলেশনে রাখাইন রাজ্যে বাস্তু চ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরিতে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটির পুনর্নবীকরণ ও কার্যকর বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে।

Share.

Comments are closed.