রাঙামাটির পর্যটন স্থানের মধ্যে অন্যতম শুভলং ঝর্ণা

0

প্রকৃতির রাণী রাঙামাটির পর্যটন স্থানের মধ্যে অন্যতম শুভলং ঝর্ণা। নির্মল এই ঝর্ণার অপূর্ব জলধারা ও সুরের মূর্ছনা পর্যটকদের সহজেই মুগ্ধ করে তুলছে। অপরূপ সৌন্দর্য মন্ডিত এই শুভলং ঝর্ণা নিয়ে পর্যটকদের আগ্রহ ব্যাপক। তাই দূর দূরান্ত থেকে রোজ ছুটে আসছেন তারা।

রাঙামাটি শহর থেকে ২৫ কিলোমিটার দুরত্বে বরকল উপজেলার শুভলং ইউনিয়নে অবস্থিত এই প্রাকৃতিক শুভলং ঝর্না। অপরূপ প্রাকৃতিক শুভলং ঝর্ণাটি ভরা বর্ষা মৌসুমে জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে এবং অপূর্ব সুরের মূর্ছনায় পর্যটকদের মুগ্ধ করে। ঝর্ণাটিতে বরকল উপজেলা প্রশাসন পর্যটকদের সুবিধার্থে কিছু স্থাপনা নির্মাণ করেছে। শুভলং ঝর্ণায় যেতে হলে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে কাপ্তাই হ্রদের উপর দিয়ে যেতে হয়।

পর্যটকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে পাশাপাশি সেখানে টু্রিষ্ট পুলিশের নিরাপত্তা জোরদার রয়েছে। রাঙামাটির অপরূপ শুভলং ঝর্নাটি সারা বছর ব্যাপী জলধারা সচল রাখতে পারলে ভ্রমণ পিপাসু পর্যটকের সংখ্যা আরো বেশী বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Share.

Comments are closed.