রাজউকে লটারির মাধ্যমে ৬৭ জন পরিদর্শক বদলি

0

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ৬৭ জন ইমারত পরিদর্শককে বদলি করা হয়েছে। তদবির ঠেকাতে তাদের লটারির মাধ্যমে বদলি করা হয়। তারা তিন থেকে নয় বছর ধরে একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার সকাল ১০টায় রাজউকের মতিঝিল কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়।

রাজউকের ইমারত পরিদর্শকরা একই পদে দীর্ঘদিন কর্মরত থাকায় ভবন নির্মাণকাজ পরিদর্শনে অর্থের বিনিময়ে রিপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফলে রাজধানীতে বসবাসকারী লাখো বাসিন্দা ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও অফিস কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই ৬৭ জন ইমারত পরিদর্শককে বদলি। আর তা করা হলো লটারির মাধ্যমে। লটারি প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান বলেন, এই প্রক্রিয়ায় বদলি হওয়ায় ইমারত পরিদর্শকদের কর্মস্পৃহা বাড়বে। চেয়ারম্যান বলেন, স্থায়ী অবকাঠামো ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে রাউউক। ইমারত পরিদর্শকদের ৮ ডিসেম্বর বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

Share.

Comments are closed.