গণতন্ত্রের বদলে রাজতন্ত্র ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ করেছেন হাজারও মানুষ। বুধবার তারা তারা রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
দক্ষিণ এশিয়ার ছোট্ট এ দেশটি বর্তমানে গণতান্ত্রিক হলেও, এ শতাব্দির শুরুতে এটি ছিল রাজতান্ত্রিক। নানা নাটকীয়তার পর ২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে। তবে দেশটিতে এখনো রাজতন্ত্রের উল্লেখযোগ্য সংখ্যত হাজার হাজার সমর্থক রয়ে গেছেন। পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বুধবার বিক্ষোভে নামেন তারা। নেপালে শাহ রাজবংশের সূচনাকারী পৃথ্বী নারায়ণের জন্মবার্ষিকীতে তার ভক্ত ও সমর্থকরা রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই বিক্ষোভ-সমাবেশ করেন। এর আগের কিছু সমাবেশে পৃথ্বী ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। তবে বুধবারের সমাবেশটি ছিল শান্তিপূর্ণ।