রাজধানীতে ১০০ টি বাস সেবা কার্যক্রমের উদ্বোধন

0

জনস্বার্থে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীতে ১০০ টি বাস সেবা কার্যক্রমের উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় রাজধানীতে অবৈধ কোন বাস চলতে পারবে না বলে হুশিয়ারি দেন ঢাকার দুই সিটির মেয়র।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়। এ কমিটি ঢাকা শহরের বাস রটগুলোকে ৪২ টি রুটে পুনর্বিন্যাস করে। তারই অংশ হিসেবে বিআরটিসির পুরনো বাসগুলোকেই নতুন রূপে সাজিয়ে নামানো হলো যাত্রীসেবায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুষ্ঠানে সবার সগযোগিতা কামনা করেন সড়ক ও সেতুমন্ত্রী। বাস রুট রেশনালাইজেশনের পুরো কার্যক্রমটি পরিচালনা করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

Share.

Comments are closed.