রাজধানীর খালগুলো উদ্ধারে আবারও হুশিয়ারি মেয়র আতিকুলের

0

দখল হয়ে যাওয়া রাজধানীর খালগুলো উদ্ধারে আবারও হুশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি জানান কল্যাণপুর খাল উদ্ধারে অভিযান শুরু হবে খুব শিগগির। বুধবার দুপুরে ১৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তদারকি করছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একটি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, শিগগিরই কল্যাণপুর খাল উদ্ধার অভিযান শুরু হবে। এসময় ডিএনসিসি মেয়র, ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরদের মাঠে নেমে তদারকির কঠোর নির্দেশ দেন। কাউন্সিলররা এলাকার দায়িত্ব নিলে মানুষের দুঃখ কষ্ট থাকে না, তাই ভোটের জন্য যেভাবে জনসংযোগ করেন সেভাবেই মাঠে থেকে জনগণের সেবার পরামর্শ দেন মেয়র আতিক।

Share.

Comments are closed.