রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে ১০ ডিসেম্বর গণমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। শুক্রবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় নির্দেশদাতা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
সকাল থেকেই নয়াপল্টন ছিলো জনশূন্য। রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর গণমাধ্যম কর্মী ছারা কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। বন্ধ করে দেয়া হয় সড়কের প্রত্যেকটি অলি গলিও। দুএকজনকে আটক করার ঘটনা ঘটে এ সময়। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির শীর্ষভ দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে আটকের কথা শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ । এসময় পল্টন থানার মামলায় তাদেরকে উস্কানিদাতা ও পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তারের কথা জানানো হয়। অন্যদিকে ১০ ই ডিসেম্বর বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয়ের সামনে এ কথা জানান বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তারা।