রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবেঃ ডিএমপি কমিশনার

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ নয়। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধা দেয় না, দেবেও না। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মিট দ্য প্রেসে ডিএমপির নতুন কমিশনার বলেন, রাজনীতির বিষয়ে কখনও হস্তক্ষেপ করে না পুলিশ। তবে মিছিল-মিটিং-সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে। ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগনের সাথে যেনো পুলিশের সুসম্পর্ক বজায় থাকে সে জন্য প্রত্যেক থানাকে গণমুখী এবং সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। খন্দকার গোলাম ফারুক আরও বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির আওতাধীন নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি। এছাড়া যানজট নিরসনে অতীত অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

Share.

Comments are closed.