রাজপথসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন সেতুমন্ত্রী

0

প্রতিপক্ষকে মোকাবিলায় রাজপথসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতা-কর্তিমীদের এই নির্দেশ দিয়ে তিনি বলেন, দুর্নীতি ও ভোট চুরির বিরুদ্ধে রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে সবাইকে।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হামলা হলে পাল্টা হামলা হবে কি না সময়ই বলে দেবে। ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাঁবু টানাচ্ছে বিএনপি, হাড়ি-পাতিল আনছে। তারা এই টাকা কোথায় পাচ্ছে, তার উৎস খোঁজা হচ্ছে। দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

Share.

Comments are closed.