রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হবে। কেন্দ্রে কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা, ঢাকা থেকে পুরো ভোট মনিটরিং করা হবে।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বিএনপি অংশ না নিলেও নির্বাচনের দিকে শুধু এ নগরবাসী নয়, পুরো জেলাসহ সারাদেশ এমনকি বিশ্বও তাকিয়ে আছে। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। ভোটাররা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট দেবেন। তবে ইভিএমে ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা। গাজীপুর সিটি ভোটে ৫৭টি ওয়ার্ডে প্রায় ১২ লাখ ভোটার। বিভিন্ন ওয়ার্ডে ৭৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রেবের ৩০টি টিম, ১৩টি প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্স পুলিশের ১৯টি ও মোবাইল টিম হিসেবে ৫৭টি টিম কাজ করবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ ও সাধারণ কেন্দ্রে ১৬ জনের ফোর্স থাকবে। শিল্প এলাকা হওয়ায় গাজীপুর সিটিতে বিভিন্ন পেশাজীবীর বসবাস। সব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। এ নির্বাচনের ফল জাতীয় সংসদসহ আগামী নির্বাচনগুলোতে অনেকটা প্রভাব ফেলবে এমন ধারণায় বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।