রাশিয়ায় একটি ক্যাফেতে শক্তিশালী বোমা বিস্ফোরণ

0

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে শক্তিশালী বোমা বিস্ফোরণে আলোচিত সামরিক ব্লগার ভ্লাদেন তাতরস্কি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। রোববার ১নম্বর স্ট্রিট ফুড বারে এ ঘটনা ঘটে।

ভ্লাদেন তাতারস্কি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সোচ্চার সমর্থক ছিলেন। বোমা বিস্ফোরণের আগ মুহূর্তে তিনি ক্যাফেতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায়, তাতারস্কিকে উপহার হিসেবে বক্সে করে একটি ছোট ভাস্কর্য দেয়া হয়েছিল। এর ভেতরে বোমা লুকানো ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

Share.

Comments are closed.