রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিণতি বাংলাদেশের মতো দেশগুলো ভোগ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘ দিবস উপলক্ষে ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম’ আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের সঙ্গে আলাপ না করেই নিষেধাজ্ঞা দেয়া হলো রাশিয়ার বিরুদ্ধে। অথচ যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের কিছু না হলেও তার পরিণতি ভোগ করছে অন্যরা। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জন্য প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশকে অনুসরণ করে আরও অনেক রাষ্ট্র তাদের দেশের গণহত্যার বিষয়ে স্বীকৃতি পেতে প্রস্তাব দেয়। জাতিসংঘ তখন কৌশলে ৯ ডিসেম্বরকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সব সদস্যদের নিয়ে জাতিসংঘের কাজ করার কথা থাকলেও ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের স্বার্থেই সবকিছু করা হচ্ছে, যার পরিবর্তন খুব জরুরি। তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের যেমন অবদান আছে, তেমনি তাদের ব্যর্থতাও রয়েছে অনেক।