রাশিয়ার হামলায় বন্দর নগরী ওডেসা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে

0

রাশিয়ার হামলায় পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওডেসা ও এর আশপাশের ১৫ লাখ মানুষ এখন বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবন-যাপন করছেন। সেখানকার পরিস্থিতি খুবই খারাপ।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে শনিবার সকালে ওডেসার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালায়। এতে সেখানকার প্রায় সব স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন শুধুমাত্র হাসপাতাল ও জরুরি স্থানগুলোতে বিদ্যুৎ আছে। হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্বাভাবিক হতে কমপক্ষে তিন মাস সময় লেগে যাবে। এদিকে, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে ঘোষণা দেন, ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখবেন তিনি।

Share.

Comments are closed.