রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের উন্নয়ন কাঠামোতে প্রভাব ফেলছে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের উন্নয়ন কাঠামোতে প্রভাব ফেলছে। যুদ্ধের কারণে উন্নয়ন অংশীদাররা তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। যা বিভিন্ন প্রকল্পের জন্য অনিশ্চিয়তা ও বোঝা তৈরি করছে। বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা বেশিরভাগ উন্নয়ন প্রকল্পকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলছে। বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, এমন একাধিক অর্থনৈতিক ধাক্কার প্রভাব মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। শেখ হাসিনা বলেন, কারও কাছে কোনো করুণা বা দয়া ভিক্ষা নয়, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো তাদের ন্যায্য অধিকার চায়। বৈশ্বিক সম্প্রদায়ের অংশীদার হিসেবেই এই ন্যায্য হিস্যাই দাবি করা হচ্ছে। বৈশ্বিক ব্যবসায়ী অংশীদাররা অপ্রয়োজনীয় বাণিজ্য বিধিনিষেধ আরোপ করে সার্বিক সরবরাহ শৃঙ্খলকে আরও ক্ষতিগ্রস্ত করে তুলছে বলে এসময় মন্তব্য করেন তিনি। গত ৫০ বছরে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, কাঠামোগত উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে এডিবির বিশেষ সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী।

Share.

Comments are closed.