রিহ্যাব ফেয়ার-২০২২ আগামি ২১ থেকে ২৫ ডিসেম্বর

0

আগামি ২১ থেকে ২৫ ডিসেম্বর ৫ দিন ব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার-২০২২। এবারের মেলায় ১৮০ টি স্টল ও ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭ টি গোল্ড স্পন্সর, ২২ টি কো-স্পন্সর, ১৬ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১৩ টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

রোববার হোটেল সোনারগাঁওয়ে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা। এসময় তারা বলেন, এ ধরণের মেলার আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশে গৃহায়ণ শিল্পে অবদান রাখছে রিহ্যাব। দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে রিহ্যাব।

Share.

Comments are closed.