নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা পর স্বামী আবদুল্লাহ চৌধুরী পালিয়ে যান। নিহতের পরিবারের অভিযোগ, ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে জান্নাতুল ও আবদুল্লাহর বিয়ে হয়। কিন্তু স্বামী আবদুল্লাহ তার প্রথম বিয়ের কথা গোপন করায় তাদের দুইজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জের ধরে স্বামী তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে জান্নাতুলকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।