সৌদি প্রো লিগে রোনলদোর দুর্দান্ত গোলে আল শাবাবের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে অবশ্য ক্রিস্টিয়ান গুয়ানকার জোড়াগোলে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে আল নাসর।
আর্জেন্টাইন রিক্রুট গুয়ানকা স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে ২৫ মিনিটে প্রথম গোলটি করেন স্পট কিক থেকে। এরপর দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে। অবশ্য এর ৪ মিনিট পর তালিস্কা স্বাগতিকদের হয়ে একটি গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৫১ মিনিটে আব্দুর রহমান ঘারিবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৫৯ মিনিটে রোনালদোর দারুন গোলে লিড নেয় আল নাসর। ওই গোলের পর মুসলমানদের মতো মাটিতে সেজদা করেন রোনালদো। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসর।