রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আটকে টাকা নিচ্ছেন নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা সম্প্রতি এক প্রতিবেদনে এমন দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের দেওয়া এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও অবক্ষয় ঘটেছে বিভিন্ন মূল্যবোধের। আর মূল্যবোধের অবক্ষয় রোধে একমাত্র শক্তি হচ্ছে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চর্চা। বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীরি আলোচনায় এ মন্তব্য করেন বক্তারা। দেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিস্তার রোধে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহবান জানান তারা।