রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

0

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বালুখালীর ক্যাম্প-৮ এর বি-ব্লকে এই ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, রাতে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের উপর উপর হামলা চালায় ৪০/৫০ জনের এক দল দুর্বৃত্ত। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গোলাবারুদসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

Share.

Comments are closed.