রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত

0

কক্সবাজার উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাজনিমার খোলা ক্যাম্প ১৯ এর একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১৫-২০ জনের একটি দুষ্কৃতকারী দল ক্যাম্পে ঢুকে অতর্কিত উপর্যুপরি কোপাতে থাকে দুই রোহিঙ্গা নেতাকে। এসময় ঘটনাস্থলেই সাবমাঝি ইউনুস মারা যান এবং আহত হেডমাঝি আনোয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ০৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ।

Share.

Comments are closed.