র ্যাব সংস্কারের কোনো প্রয়োজন নেইঃ নতুন মহাপরিচালক

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে র ্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না সংস্থাটির নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, “র ্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে”। তাঁর বক্তব্যের সূত্র ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র ্যাবের নতুন মহাপরিচালক বলেন, র ্যাব এমন কোনো কাজ করছে না যে এর সংস্কার করতে হবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন মহাপরিচালকের ওপর কতটুকু প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে।
সট: এম খুরশীদ হোসেন, নবনিযুক্ত মহাপরিচালক, র ্যাব। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মুলসহ জনগণের নিরাপত্তার র্যাব সব সময় তৎপর থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক।

Share.

Comments are closed.