লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু মুসা ছোটনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশ মিয়া নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় জনতা।
ছোটন উপজেলার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পর পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনের বাড়িতে যান এবং জরুরি আলাপের কথা বলে ডেকে নেন স্কুল মাঠে। সেখানে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়াসহ অন্যরা ছোটনকে মারধর শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পলাশ মিয়া ছোটনের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসূল জানান, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে রাতেই আটক করা হয়েছে।