ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় নিহত লিখন হত্যা মামলার মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র ্যাব। মঙ্গলবার রাতে আশুলিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে কারওয়ান বাজারে র ্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র ্যাব-চারের পরিচালক মো: মোজাম্মেল হক। আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকায় কাইচ্চাবাড়ি গ্যাং এবং গোচারটেক ভাই বেরাদার গ্যাং নামে দুটি পৃথক কিশোর গ্যাং রয়েছে, যারা এলাকায় ইভটিজিং, ছোটখাট ছিনতাই, মাদক সেবন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সার্বক্ষণিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।