শততম জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি

0

আর্জেন্টিনার হয়ে শততম জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের এই ম্যাচে করেছেন জোড়া গোল। তাতে, জাতীয় দলের জার্সিতেও গোলের ট্যালি ৯০’এ নিয়ে গেলেন এই মহাতারকা। এদিকে তিউনিশিয়াকে রীতিমত বিধ্বস্ত করেছে ল্যাতিন আমেরিকান আরেক দেশ ব্রাজিল।.

ফিফা প্রীতি ম্যাচে, রাফিনিয়া-নেইমারদের তাণ্ডবে তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোলের সাথে লক্ষ্যভেদ করেছেন নেইমার, রিচার্লিসন ও পেদ্রো। অপর ম্যাচে, ফ্লুতে আক্রান্ত হওয়ায় জ্যামাইকার বিপক্ষের ম্যাচে খেলার কথা ছিলো না লিওনেল মেসির। তবুও খেলেছেন তিন। করেছেন জোড়া গোল। তাতে হ্যান্ড্রেড জয়ের পাশাপাশি, আলবিসেলেস্তাদের জার্সিতে, গোলের ট্যালি ৯০’এ নিয়ে গেলেন এই আর্জেন্টাইন। এ জয়ের ফলে ৩৫ ম্যাচে অপরাজিত থাকা দু’দল, ব্রাজিল ও স্পেনকে টপকে গেলো স্কালোনির শিষ্যরা। আর মাত্র তিন ম্যাচে আনবিটেন থাকলে, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা ইতালিকে ছাড়িয়ে যাবে আর্জেন্টিনা।

Share.

Comments are closed.