বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, ইতোপূর্বে সারাদেশে সকল গণসমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সফলভাবে করতে সক্ষম হয়েছে বিএনপি। আগামীকালও দেশের জনগণকে সাথে নিয়ে সফলভাবে সমাবেশ করতে পারবেন। এসময় তিনি ঢাকাবাসীসহ দেশবাসীকে সমাবেশে অংশ নিয়ে সফল করার আহবান জানান। এসময় তিনি তাদের শরীক দল ও বিরোধীদলগুলোকে যার যার অবস্থান থেকে সমর্থন জানানোর আহবান জানান। সমাবেশকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের বলেও জানান তিনি।