শহরের সব ধরণের সুবিধা গ্রামে নিশ্চিত করতে হবে

0

সব গ্রামকে শহরে রূপান্তর নয়। তবে শহরের সব ধরণের সুবিধা গ্রামে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জিও ইনফরমেশন ফর আরবান প্ল্যানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অিতিথির বক্তবব্যে তিনি এ কথা বলেন । এ সময় তিনি বলেন, জলবায়ু পরির্বতন সহিষ্ঞু নগর পরিকল্পনা ও উন্নয়নে ভূ- বৈজ্ঞানিক তথ্য – উপাত্তের ব্যবহার নিশ্চিত করে টেকসই নগর পরিকল্পনা এবং বিল্ডিং কোর্ট অনুযায়ী স্থাপনা নির্মাণ করতে হবে। প্রকল্পের কার্যক্রমের আওতায় বাংলাদেশের চারটি এলাকা বরিশাল, খুলনা, ফরিদপুর ও সাতক্ষীরায় ঘুর্ণিঝড় মোকাবিলায় সক্ষম বড় অবকাঠামো নির্মাণের কাজ চলছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

Share.

Comments are closed.