শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল

0

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ঢল নামে সাধারণ মানুষের। এখানেও শ্রদ্ধায় অবনত হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের চেতনায় নানা অপপ্রচার করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পরম ভালোবাসা আর শ্রদ্ধায় ভোর থেকেই ফুল হাতে নানা শ্রেণি পেশার মানুষ জড়ো হতে থাকেন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। স্বাধীনতার ৪৫ বছর পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের বিচারের রায় কার্যকর হলেও এখনও করার রয়েছে অনেক কিছু। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতােরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে পুঁজি করে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার। স্বাধীনতার ৫১বছর পার হলেও শহীদ বুদ্ধিজীবী বা মুক্তিযুদ্ধাদের স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য অনেকের। এ সময় তারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা বাস্তবায়নের বিকল্প নেই।

Share.

Comments are closed.