কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দুপুর ১২টার দিকে তার কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। এরপর মরদেহ নেয়া হয় এফডিসিতে। সেখানে জানাজা শেষে শিল্পী সমিতিসহ সাংস্কৃতিক অঙ্গণের সহকর্মীরা এই মহান শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।
দুপুর ১২টায় অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় চিত্রনায়ক ফারুকের কফিন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট মরদেহ গ্রহণ করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের সামনে রাখে। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হয় এফডিসি। সেখানে জানাজা শেষে শ্রদ্ধা জানান শিল্পী সমিতিসহ তার সহকর্মীরা। ফারুক ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র এবং যে কোনো বিপদে আপদে শিল্পীদের পাশে ছিলেন। এমন অভিভাবক হারানোর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়- বলেন এফডিসিরি শিল্পীরা। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন এ মহান শিল্পী। গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।