বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষকের বিচার ও অপসারণ দাবী জানিয়ে বিক্ষোভ করেন। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।