নতুন শিক্ষাক্রম যেভাবে সাজানো হয়েছে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা শিখবে, এ জন্য তাদের কোচিংয়ে যাওয়ার প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে কোচিং ব্যবস্থার পরিবর্তন করা যাবে। এটাকে এমনিতে বলে-আইন করে-বাধ্য করে বন্ধ করা যাবে না। এইচএসসি পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণে রোববার সকালে রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সারাদেশের ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। পরীক্ষার পরিবেশ দেখতে সকালে শিক্ষামন্ত্রী যান রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু হলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির একাডেমিক কোচিংয়ের প্রয়োজন থাকবে না। ২০২৩ সালের নতুন শিক্ষা নীতি চালুর মাধ্যমে একাডেমিক কোচিং সেন্টারগুলি বন্ধ করা হবে । তখন কেবলমাত্র পেশাগত কোচিংগুলো চলবে। প্রশ্নফাঁস বন্ধ করতে অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করা হচ্ছে, এ কথা জানিয়ে তিনি বলেন, এরপরও কেউ যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।