শিশুর ৫২৬টি দাঁত অপসারণ

0

সাত বছর বয়সী এক শিশুর চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে। ভারতের চেন্নাইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
চেন্নাইয়ের চিকিৎসকেরা বলেছেন, সাত বছর বয়সী রবীন্দ্রনাথের চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে।আরও ছোট বয়স থেকেই চোয়ালে অস্বস্তি হতো শিশু রবীন্দ্রনাথের। তিন বছর বয়স থেকেই শিশুটি ওর বাবা-মাকে বলে আসছে সে কথা। এর চার বছর পর চিকিৎসকেরা তার চোয়ালের (ডান পাশের নিচের দিক) ভেতরে প্রচুরসংখ্যক দাঁতের মতো শক্ত কিছুর অস্তিত্ব পান। সেগুলো অপসারণ করেছেন চিকিৎসকেরা। 

Share.

Comments are closed.