শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি

0

ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা। কিন্তু তার আগেই শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো দলটির বুথ সভাপতির বাড়ি। এতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কাঁথির ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নারুয়াবিলা গ্রামে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নাসহ আরও দুই জন। এছাড়াও বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণস্থল থেকে অনেকটা দূরে মরদেহগুলো উদ্ধার হয়েছে বলে গুঞ্জনের সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্নার ঝলসানো দেহ উদ্ধার হয়। তার আরেকটু দূরে উদ্ধার হয় আরেকজনের দেহ। বোমা বিস্ফোরণেই নাকি অন্য কোনো কারণে মৃত্যু হলো এ তিনজনের, সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Share.

Comments are closed.