শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়

0

শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ঢাকাসহ মোট ৫০ জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত সিট রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রতিরোধে তথ্য ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

করোনায় যে পরিমাণে লোক মারা গেছে, তার চেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের পাঁচশো উপজেলায় ক্যান্সারের জন্য ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সকল চিকিৎসা সেবা কেন্দ্রে ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতি বছর স্তন ক্যান্সারে ১৩ হাজার আক্রান্তের মধ্যে ৭ হাজার মৃত্যুবরণ করছেন। আর ৫ হাজার জরায়ু ক্যান্সারে মৃত্যুবরণ করছে। সারাদেশে ক্যান্সার বিষয়ে মানুষকে সচেতন করা খুবই প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

Share.

Comments are closed.